
আলডেবরানের দ্বিতীয় পর্বের প্রচ্ছদ এখনো কমপ্লিট করে উঠতে পারিনি, তবে অনুবাদ বেশ কিছুটা এগিয়েছে। আর বলে রাখি, এই পর্ব থেকে বেশ কিছু দৃশ্য প্রাপ্তবয়স্কদের জন্য হওয়ায়, তা সেন্সর্ড এবং নন-সেন্সর্ড দুই-ই ভার্সনে রয়েছে। তবে এখানে ধারাবাহিকভাবে সেন্সর্ড ভার্সনটাই প্রকাশ করব। যখন বই আকারে প্রকাশ করব, দুটো ভার্সনই প্রকাশ করব, যার যেটা খুশি সেটা ডাউনলোড করবেন।
Update: প্রচ্ছদ দেওয়া হল। প্রথম পর্বের রুপকবাবুর প্রচ্ছদ থেকে কপি করে এই প্রচ্ছদটি বানিয়েছি। উনাকে এজন্য আরও একবার ধন্যবাদ।
অভিনন্দন ভাই! একের পর এক নতুন কমিকস অনুবাদ করা অনেক ধৈর্যের কাজ। অনেক ইচ্ছা থাকলেও ধৈর্য নেই বলে অনেক কমিকস অনুবাদ করা শুরু করলেও কাজ আর শেষ করা হয়নি। তাই আপনাদের শ্রম এবং দৃঢ় মনোবলকে স্যালুট জানাই। রুপক'দাও অনুবাদের সময় আমাকে নিঃস্বার্থ ভাবে অনেক সাহায্য করেছিলেন। আপনারা সবাই সবসময় ভালো থাকুন এই প্রার্থনাই করি।